ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

দেশের কোথাও-কোথাও ভারি বৃষ্টি হতে পারে  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২৬ জুন ২০১৮

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও-কোথাও মাঝারি ধরণের ভারি থেকে আরও ভারি বৃষ্টি হতে পারে।

এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

আজ (মঙ্গলবার) আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, এই ২৪ ঘন্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯০ ভাগ।

একই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

আগামিকাল বুধবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১৩ মিনিটে। অপরদিকে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। (সূত্রঃ বাসস)

কেআই/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি